Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  বিশ্ব ভালোবাসা দিবস আজ ১৪ ফেব্র“য়ারি। এ উপলক্ষে টিভি নাটকের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিআর প্রডাকশন’ বর্ণিল আয়োজন নিয়ে হাজির হচ্ছে। প্রতিবারের মতো এবারও দর্শকদের মাঝে ভালোবাসার এই দিনটিতে বাড়তি আনন্দ ছড়াতে ‘পিআর প্রডাকশন’র আয়োজনে থাকছে চারটি নাটক-টেলিফিল্ম।
তারমধ্যে জিভিটিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে আরএফএল সোফা নিবেদিত নাটক ‘পদ্মপাতা’ প্রচার হবে। কিংকর আহসানের রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, শারলিন এবং মাজনুন মিজান।

চ্যানেল নাইন-এ রাত ৯ টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবাসি তোমায়’। এটি রচনা ও পরিচালনা করেছেন রওনক হাসান। অভিনয় করেছেন রওনক হাসান, নাজিরা মৌ, মৌসুমি হামিদ, হিল্লোল, সমাপ্তি মাসুদ প্রমুখ।
বাংলাভিশন-এ রাত ১১ টা ১৫ মিনিটে প্রচার হবে আরএফএল ডিস্কো নিবেদিত নাটক ‘পলাতক সময় অথবা প্রেম’। ইফফাত মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুশফিক কল্লোল। অভিনয় করেছেন তাসনুভা এলভিন, ওয়াহিদা মল্লিক জলি, আল মামুন প্রমুখ।
এবং আরএফএল ওয়ারড্রোব নিবেদনে এনটিভিতে রাত ১১ টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘নোনা জলে হঠাৎ দেখা’। এটি রচনা এবং পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন এবং অপর্ণা।