খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: শাহরুখ খান নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখানে তিনি একাই লাখো দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে আসতে পারেন। তাই তো বলিউড বাদশা নামেই সবাই তাকে চেনে। কিন্তু শুরুতে ব্যাপারটি তত সহজ ছিল না। অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে তাকে। সে কারণেই বোধহয় ব্যবসাসফল এ অভিনেতার পাঁচ-পাঁচটি ছবি মুক্তি পায়নি।
চলুন জেনে নিই শাহরুখের অল্প জানা সেই অধ্যায়ের কথা—
কিসি সে দিল লাগা কার তো দেখো : ছবিটিতে শাহরুখের সাথে ছিলেন আয়েশা জুলখা ও মাধু। ১৯৯৬ সালে নির্মিত ফিল্মটি কেন মুক্তি পেল না তার কারণ জানা যায়নি। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছিল রাজেশ রোশন। পরিচালক ছিলেন কল্পতারা।
রাশক : এ ছবিটিতে শাহরুখ খানের সাথে ছিলেন দুই বলিউড সুন্দরী জুহি চাওলা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০১ সালে নির্মিত হয়েছিল ছবিটি। কেন মুক্তি দেওয়া হয়নি তার কারণ অজানা।
শিকার : শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত ছবিটির পরিচালক ছিলেন সুভাষ ঘাই। ‘ত্রিমূর্তি’ ফ্লপ খেলে তার প্রভাব পড়ে ‘শিকার’-এর উপর। ১৯৯৫ সালে মুভিটি বাক্সবন্দি হয়ে যায়। সুভাষ ও শাহরুখ ‘পরদেশ’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ১৯৯৯ সালে সেই স্ক্রিপ্টটি পুনরায় হাতে নেন সুভাষ এবং ‘তাল’ নির্মাণ করেন। ওই ছবিতে অভিনয় করেন অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া।
এক্সট্রিম সিটি : অভিনয় করার কথা ছিল শাহরুখ খান ও লিওনার্দো ডি কাপ্রিও-এর। হলিউড ও বলিউডের দুই শীর্ষ রোমান্টিক নায়কদ্বয়কে একসাথে দেখার সৌভাগ্যে মুখিয়ে ছিল ভক্তকুল। ২০১১ সালে মুভিটি করার কথা ছিল বিশ্বখ্যাত পরিচালক মার্টিন স্করসিসের। কিন্তু ফিল্মটি আলোর মুখ দেখেনি।
আহামক : ১৯৯১ সালে শাহরুখের এই মুভিটি নির্মিত হয়েছিল। ২০১৫ সালে মিয়ামিতে অনুষ্ঠেয় মুম্বাই ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন করা হয়। কিন্তু মিনি সিরিজ আকারে টিভিতে দেখানো হলেও বাণিজ্যিকভাবে থিয়েটারে যায়নি।