Sat. Sep 20th, 2025
Advertisements

39খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। সফরের একমাত্র টেস্ট খেলে ১১ দিন পর দেশে ফিরলো টাইগাররা।
আজ সকাল ৬ টায় হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে বেলা ২ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। অবশ্য টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম ব্যক্তিগত কাজে কলকাতায় থেকে গেছেন। এছাড়া ঢাকায় ফেরেননি তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। তারা পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে অংশ নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে গেছেন। সাকিব ও তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

আর মাহমুদুল্লাহ খেলবেন কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টে সফরকারীরা লড়াই করে হারে ২০৮ রানে। মার্চে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। তার জন্য অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৪ ফেব্র“য়ারি থেকে। তার আগে ১০ দিন ছুটি পাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।