Wed. Sep 17th, 2025
Advertisements

84খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে জায়গা করে নিয়েছেন ছয় টাইগার ক্রিকেটার-তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। প্রত্যেকের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি (যা বাংলাদেশি প্রায় ৩৫ লাখ টাকার পরিমান)।
এছাড়া আবারও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান। আর অল রাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।

দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল থেকে শুরু করে গত বেশ কয়েকটি সিরিজে দারুণ পারফর্ম করেছে এই ছয় ক্রিকেটার। সেই সুবাদে তাদের ওপর চোখ পড়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
এদিকে ৭৯৯ জন থেকে কেটেছেঁটে নিলামের জন্য ৩৫১ জন খেলোয়াড়কে চূড়ান্ত করা হল। যাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ১২২ জন ক্রিকেটার রয়েছেন। ২০ ফেব্র“য়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০১৭ আইপিএলের নিলাম।
নিলামে সাতজন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। যেখানে স্থান পেয়েছেন একমাত্র ভারতীয় ইশান্ত শর্মা। বাকি ছয়জন হলেন-বেন স্টোকস, ক্রিস ওকস, ইয়ন মরগ্যান, মিচেল জনসন, প্যাট কামিন্স এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর।