Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46শাহরুখ অভিনয় করছেন বাহুবলী টু’তে। শিরোনাম দেখে চমকে উঠতে পারেন। তবে ঘটনা সত্য। গতকাল থেকে ভারতীয় প্রথম সারির বেশকিছু মিডিয়া এ বিষয়ে খবর প্রকাশ করেছে। আসছে বাহুবলী টু’তে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ।
বলা হচ্ছে, এখন পর্যন্ত এটিই নতুন বছরের বড় খবর। প্রশ্ন হলো, কোন চরিত্রে কিভাবে তাকে এখানে দেখা যাবে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী-দ্য বিগিনিং সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। নির্মাতা এসএস রাজামৌলি জানিয়েছেন, প্রথম সিনেমার চেয়ে আরো ভালো হবে সিক্যুয়েলটি।
এরআগে বেশ কয়েকবার গুঞ্জন উঠে সিনেমাটিতে বেশ কয়েকজন দক্ষিনী অভিনেতাকে ক্যামিও দৃশ্যে দেখা যাবে বলে। কিন্তু এবার নতুন খবরে বলা হচ্ছে, এই অতিথি চরিত্রের তালিকায় যুক্ত হয়েছে শাহরুখ। তিনি এখানে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন।
ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা বাহুবলী-দ্য কনক্লুশন। সিনেমাটির ব্যয় প্রায় ২০০ কোটি রুপি। তবে এরমধ্যে সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটি প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছে।
আসছে ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলী-দ্য কনক্লুশন। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ।