খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : আলিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কেমন প্রোপোজাল পছন্দ করেন? তার উত্তরে আলিয়া জানিয়েছেন, ফিল্মের সেটে প্রোপোজাল পেতে চান তিনি। আর যিনি আলিয়াকে ভালোভাবে চিনবেন, তিনি জানবেন, ফিল্মই তাঁর প্রথম প্রেম। তাই তাঁর সেকেন্ড লাভকে সেভাবেই প্রোপোজ করতে হবে।
আলিয়া আরও জানান, তিনি আসলে বেশ রোম্যান্টিক। তাঁর কাছে রোম্যান্স মানে হল আন্ডারস্ট্যান্ডিং ও ঘনিষ্ঠতা। যদি কেউ তাঁকে সত্যিই ভালোবাসে আর বোঝে, সে জানবে আলিয়া ঠিক কী চায়। আর এখন তো এসব কথা সংবাদমাধ্যমের সামনে এসে গেছে। তাই সেই ব্যক্তির পক্ষে বিষয়টি জানা আরও সহজ হয়ে গেল। সে সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরে যাবে আলিয়া ঠিক কেমন ধরনের প্রোপোজাল পছন্দ করেন।
আলিয়া কি তবে সিদ্ধার্থকে ইঙ্গিত করে কিছু বললেন? না। নামোল্লেখ করে কিছু বলেননি আলিয়া। ১০ মার্চ মুক্তি পাবে আলিয়া ভাটের ছবি বদ্রিনাথ কি দুলহনিয়া। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। কেমন প্রেমের প্রস্তাব চান, জানালেন আলিয়া
আলিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কেমন প্রোপোজাল পছন্দ করেন? তার উত্তরে আলিয়া জানিয়েছেন, ফিল্মের সেটে প্রোপোজাল পেতে চান তিনি। আর যিনি আলিয়াকে ভালোভাবে চিনবেন, তিনি জানবেন, ফিল্মই তাঁর প্রথম প্রেম। তাই তাঁর সেকেন্ড লাভকে সেভাবেই প্রোপোজ করতে হবে।