Mon. Sep 29th, 2025
Advertisements

said-khokon-dscc (2)খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : বিশ বছরের পুরোনো কোনো গণপরিবহন ১ মার্চ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় চলতে পারবে না বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
আজ বুধবার সকালে নগর ভবনে আয়োজিত এক বৈঠক শেষে মেয়র এ কথা জানান। তিনি বলেন, যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, ‘আমরা আগামী মার্চ মাস থেকে মেয়াদ উত্তীর্ণ বাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলতে দেব না। এবং ন্যূনতম যোগ্যতা ছাড়া বাস ড্রাইভার আমরা অ্যালাউ করব না। এ জন্য আইনের কঠোর থেকে কঠোর প্রয়োগ আমরা নিশ্চিত করব।’