Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

93খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : বেশ কয়েক মাস মাতৃত্বের ছুটিতে ছিলেন নায়িকা কারিনা কাপুর। মাস দু’য়েক আগে ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন তিনি। আর পাঁচ দিন পরে ২০ ফেব্র“য়ারি তার দু’মাস পূর্ণ হবে। এ বার সেই ছেলে তৈমুরকেই নিয়েই প্রয়োজনে সেটে যাবেন বলে জানালেন করিনা কপূর খান।
সম্প্রতি ফেসবুকে লাইভ চ্যাটে অংশ নেন বলিউড সুন্দরী। সেখানে তিনি তাঁর প্রেগন্যান্সি এবং ছেলে তৈমুরকে নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি, কী ভাবে ফের কাজের জগতে ফিরে আসছেন তার পরিকল্পনা নিয়েও আলোচনা করেন নায়িকা। ছুটি শেষে তিনি ‘ভীরে দে ওয়েডিং’ নামে একটি ছবিতে কাজ শুরু করবেন।

করিনার কথায়, বেশ কয়েক মাস ধরে আমরা সব সময় একই কাজ করি। তা হলে ওকে না নিয়ে শুটিং-এ যাব না কেন! এটা একটা অসামান্য ব্যাপার। তৈমুর আমাদের অখণ্ড সত্ত্বা।
প্রেগন্যান্সি নিয়ে তিনি বলেন, প্রচুর এনার্জি এবং আনন্দ দিয়ে তৈমুরকে ধারণ করেছি। ওই সময় আমার ওজন ১৮ কেজি বেড়ে গিয়েছিল। হাসপাতালে আমি হেঁটে গিয়েছিলাম। তোয়াক্কা করিনি। বিভিন্ন অ্যাঙ্গল থেকে ছবি তুলেছি। ছেলে হওয়ার আগে ও পরে তাঁর পাশে থাকার জন্য পরিবারের সকলকে এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন করিনা।
তার কথায়, বাচ্চা হওয়ার আগে ও পরে আমার চেহারার কী পরিবর্তন হয়েছে সেটা কোনও বিষয় নয়। তৈমুরের মতো অসাধারণ শিশু পেয়েছি। পাশাপাশি পরিবার ও বন্ধুদের যে সাপোর্ট পেয়েছি তাতে আমি অভিভূত।