Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭: 4অভিনয় শিল্পী সংঘের নব-নির্বাচিত নেতারা শপথ গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ শপথ অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক প্রবীণ নাট্যজন মামুনুর রশীদ নির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় তারসঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এস এম মহসীন এবং সুরুজ মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অভিনেতা শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও অন্যান্য কার্য নির্বাহী সদস্যরা। তবে যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান উপস্থিত থাকলেও আনিসুর রহমান মিলন দেশের বাইরে থাকার কারণে আসতে পারেননি।
নবনির্বাচিত সভাপতি শহিদুল আলম সাচ্চু বলেন, শিল্পীদের জন্যই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আগামীতে শিল্পীদের স্বার্থেই এটি ব্যবহৃত হবে। আগামী দুদবছরে শিল্পী সংঘের কার্যক্রম তিনটি স্তরে পরিকল্পনা করে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, শুক্রবার ১০ ফেব্র“য়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়, চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। ফলাফল আসে পরদিন দুপুরে।