খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন সোমবার (২০ ফেব্র“য়ারি)। ১৯৮৬ সালের এ দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। আর এই বিশেষ দিনের অধিকাংশ সময় কাটছে শুটিং ফ্লোরে। দিনভর কালিয়াকৈর জমিদার বাড়িতে সাইমুর রহমান সোহান রচিত ও পরিচালিত ‘ইলিশ কথা’ নাটকের শুটিং করবেন তিশা। এ নাটকে তার চরিত্রের নাম ফুলমতি। সহশিল্পী হিসেবে আছেন আবুল হায়াত ও ইন্তেখাব দিনার।
এদিকে জন্মদিনের প্রথম প্রহরে তিশাকে শুভেচ্ছা জানান স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে পোস্ট করেন দুজনের ছবি।
অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবে তিশা বেশ পরিচিত। ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে প্রথম স্থান অর্জন করে মিডিয়ায় পা রাখেন তিশা। ১৯৯৭ সালে অনন্ত হীরার ‘সাতপেড়ে কাব্য’ নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। কোকাকেলার বিজ্ঞাপনে দেখা দিয়ে তোলপাড় তোলেন। ওই সময় তিশা এঞ্জেল ফোর নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন। তবে ব্যান্ডটি বেশিদিন স্থায়ী হয়নি।
তিশা অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— নুরুল হুদা একদা ভালবেসেছিল, মুনিরা মফস্বলে, প্রযতেœ ভালবাসা, গোল্ডেন রেশিও, ক্যারাম প্রথম পত্র, ক্যারাম দ্বিতীয় পত্র, বৃষ্টি তোমাকে দিলাম, ফিরে আসো সুন্দরিতমা, লেট নাইট শো, তবুও বসন্ত, উন মানুষ, মনসুবা জংশন, ৪২০, গ্র্যাজুয়েট, এইম ইন লাইফ, ইট কাঠের খাঁচা, মুকিম ব্রাদার্স, আরমান ভাই সিরিজ ও সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি।
তিশাকে বেশ কয়েকটি সিনেমায়ও দেখা গেছে— থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানওয়ে (ক্যামিও রোল), টেলিভিশন, অস্তিত্ব ও রানা পাগলা দ্য মেন্টাল। মুক্তির অপেক্ষায় আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘হলুদবনি’তে। এ সিনেমায় তার নায়ক কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।