Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 65মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের আশুতোষ হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ, জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহ্মেদ।

এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ নাসিমা আহ্মেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মোক্তার হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম মোল্লা, অধ্যাপক মো. রাসেল কবির, প্রভাষক সুভাশীষ মন্ডল, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহ্মেদ রাফি, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের মুন্সীগঞ্জ জেলার সধারণ সম্পাদক মো. শাশীম হোসেন, ছত্রলীগ নেতা মো. রাব্বি, মো, রিয়াদ, মো, সাগর আহ্মেদ প্রমূখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, আমি যত দিন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছি, আমি সব সময় সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে কাজ করে যাব, এবং ছাত্রছাত্রীদের যে কোন সমস্যায় আমি তাদের পাশে থাকবো।