Wed. Sep 17th, 2025
Advertisements

66খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী-তালুকজামিরা সড়কে গন ছিনতাই বন্ধের দাবীতে সোমবার দুপুরে স্থানীয় আমতলী মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। শৌলতাড়ী ফছির গেটের পূর্বপার্শ্বে সম্প্রতি রোড ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় এক সপ্তাহের ব্যবধানে পর পর তিনরাতে ছিনতাই এর ঘটনা ঘটে। ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহাম্মেদ, ৮নং ওয়ার্ড সভাপতি জেলাল আকন্দ ও মনোহরপুর ইউনিয়নের বীবমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম।বক্তারা বলনে,অস্ত্রের মূখে জিম্মি করে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তারা অবিলম্বে রোড ছিনতাই রোধে প্রশাসনের জরুরী পদক্ষপে গ্রহনরে দাবি জানান।