Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭:  42তারকাদের ফেসবুক আইডি হ্যাক হওয়া নতুন কোনো ঘটনা নয়। ঢালিউডে এর সর্বশেষ শিকার আইটেম কন্যা বিপাশা কবির। অবশ্য তিনি আইডি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বিপাশা বলেন, ‘কিছুদিন আগে আমার ফেসবুকে সমস্যা হলে একজনকে দিয়ে ঠিক করাই। তার কয়েকদিন পরেই দেখি ফেসবুক হ্যাক হয়েছে। পরে অন্য একজনের মাধ্যমে ঠিক করানোর পর জানতে পেরেছি, আগে যাকে ফেসবুক ঠিক করতে দিয়েছিলাম সেই-ই কাজটি করেছিল।’
হ্যাকারের বিরুদ্ধে অবশ্য কোনো আইনি ব্যবস্থা নেননি এই আইটেম কন্যা।

এর আগে শাকিব খান, অপু বিশ্বাস, বাপ্পী, প্রিয়ন্তী পরীসহ অনেক তারকা ফেসবুকে হ্যাকিংয়ের শিকার হন। কেউ মামলা না করলেও এ ধরনের ঘটনার শিকার হয়ে থানায় জিডি করেছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। হ্যাকার তার নাম ব্যবহার করে বিভিন্ন মডেল ও নায়ক-নায়িকার সাথে চ্যাট করত এবং তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করত বলে সুমন জিডিতে উল্লেখ করেছিলেন।