Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭:  টলিউডের জনপ্রিয় নায়ক তিনি। জনপ্রিয়তার নিরিখে অনেককেই পিছনে ফেলে দেন তিনি। শুধু পর্দায় নয়, বাস্তবেও সমান জনপ্রিয়তা তার। কারণ, তিনি যে আবার সাংসদও। এ হেন একজন মানুষের ওপর আকর্ষণ থাকতেই পারে অনেকের। সে সেলিব্রিটি হোক কিংবা সাধারণ কোনো ভক্ত। এবার দেব এর ওপর অনুরাগের কথা জানলেন বাংলাদেশের এক মডেল অভিনেত্রী।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ইশরাত জাহান কেয়া নামে এক মডেল সোশাল সাইটে বেশ জনপ্রিয়। আর তার জনপ্রিয়তার অন্যতম কারণ হলেন দেব। কারণ, ট্যুইটারে কেয়ার প্রোফাইল খুললে দেখা যাবে, নিজের নামের নিচেই কী লিখেছেন কেয়া। আর কেয়াকেই দেবের বাংলাদেশি প্রেমিকা হিসেবে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যমটি।