Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 51অবশেষে ঘোষিত হলো ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রের নাম। কৃষ্ণাঙ্গ এক কিশোরের শৈশব থেকে যৌবনের ঘটনাবহুল জীবনের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘মুনলাইট’ জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রে অস্কারের পুরস্কার।
ছবিটির পরিচালনায় ছিলেন হলিউডের জনপ্রিয় পরিচালক বেরী জেনকিন্স এবং ছবির গল্প লিখেছেন টেরেল এলভিন ম্যাকার্নি। ছবিটিতে অভিনয় করে চলতি আসরেই সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন মাহেরশালা আলী। এতে নায়িকা হিসেবে ছিলেন শেরিফ ইয়ার্প।

আসর বসার আগে থেকেই এই ছবিটিকে ঘিরে ছিল আলোচনা। শেষ পর্যন্ত মুনলাইটই অস্কার মাতিয়ে দিল।