খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: সিনেমা মুক্তির পরপরই তা পাইরেসি হওয়াটা যেন সহজাত অপরাধ প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে, সবাই জানে এটি ঠিক না তবু কাজটি করে যেন মজা পায় আর প্রযোজক-নির্মাতাকে ক্ষতি করে।
সবশেষ বাংলাদেশে আয়নাবাজি পাইরেসি শিকার হলে ব্যাপক সমালোচনার জন্ম নেয়। এবার বলিউডে সদ্য মুক্তি পাওয়া ‘রেঙ্গুন’ সিনেমা অনলাইনে পাইরেসির শিকার হয়েছে।
বক্স অফিস সাফল্য আসেনি। এবার আরও একটা খারাপ খবর এল টিম ‘রেঙ্গুন’র জন্য। কারণ সাইফ আলি খান, কঙ্গনা রানাউত, শাহিদ কাপূর অভিনীত পুরো ছবিটা ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে!
এর আগে আমির খানের ‘দঙ্গল’ এবং শাহরুখ খানের ‘রইস’ ও ফাঁস হয়েছিল অনলাইনে। কিন্তু, বক্স অফিসে বাণিজ্য তাতে আটকায়নি। ‘রেঙ্গুন’র ক্ষেত্রে ফোন, ট্যাব বা কম্পিউটার স্ক্রিনেই এখন দর্শক দেখে নিচ্ছেন ছবিটি। হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার তেমন একটা প্রয়োজন আর তাঁদের থাকছে না।
মুক্তির পর প্রথম সপ্তাহে ২০ কোটি টাকার ব্যবসাও হয়নি। পাইরেসির চক্করে পড়ে চূড়ান্ত আর্থিক ক্ষতির আশঙ্কা করছে ‘রেঙ্গুন’ টিম।