Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭:  83মিডিয়াপাড়ায় হোক সেটা ছোট কিংবা বড় পর্দায়- সবক্ষেত্রে বিচরণের দক্ষতা সত্ত্বেও খুব একটা আলোচনায় আসছেন না এ তারকা। তিনি শুধু সুন্দরী নন লাস্যময়ী। উল্কার মতো মাঝে মাঝে উঁকি দিয়ে হারিয়ে যান এ লাস্যময়ী। তবে যতটুকু কাজই করেন তা দিয়ে বরাবরই আলোচনায় থাকেন।
আর তিনি হলেন অভিনেত্রী ও মডেল তারকা সুজানা। হঠাৎ করে শোনা যাচ্ছে, তিনি নাকি বিয়ে করেছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন।

এমন গুঞ্জনে সংমাধ্যমকে সুজানা জানান, ‘আমি জানি না আপনারা কিভাবে এসব খবর পান। যদি শুনেও থাকেন বা কেউ উচ্চারণও করে থাকে তাহলে সেটা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কারণ বিয়ে তো আমি করব। আমারই সবার আগে জানার কথা। ‘
তিনি আরো বলেন, ‘এটাও ঠিক যে, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে। তাদের বলেছি, এটা ভাগ্যের ব্যাপার। তবে বিয়ে যদি করতেই হয় এ বছর নয়, ২০১৮ সালে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। কারণ এ বছর অনেক কাজ বাকি রয়েছে আমার। তারপরেই এসব নিয়ে চিন্তা করব।
সুজানা আরো বলেন, ‘জুন মাস থেকে নতুন একটি বিজনেস করার আইডিয়া নিয়েছি। অনলাইনে একটি বুটিক শপ চালু করব। অনলাইনের মাধ্যমেই বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ মার্কেটিং করব। নাটকের কাজ তো চলছেই। এছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার ইচ্ছা রয়েছে। সব মিলিয়ে বছরটি হয়ে উঠবে ব্যস্তময়।’