Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 4জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সিনেমাটির মিউজিক্যাল ট্রেলারটি আজ ইউটিউবে মুক্তি পাচ্ছে।
আজ ১লা মার্চ রাত ৮টায় ইউটিউবে মুক্তি দেয়া হবে এই ছবির প্রথম মিউজিক্যাল ট্রেলার বললেন পরিচালক মূখ্যপাত্র। আইরিন সুলতান প্রযোজিত এ ওয়ান ফিল্ম পরিবেশিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সিনেমাটি ইতিমধ্যে সেন্সর বোর্ডে অনুমতি পেয়েছে। এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জেফ এবং তার বিপরিতে নায়িকা হিসেবে রোদেলা তিথী।

সিনেমাটি সম্পর্কে পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ত্রিভুজ প্রেম নির্ভর সিনেমার নামের মধ্যে যেমন মজা রয়েছে ঠিক তেমনই সিনেমাটির কাহিনী মধ্যেও অনেক মজা এবং কমেডি রয়েছে। এ ছাড়াও রয়েছে আইটেম গান। সিনেমাটির আকর্ষণ ধরে রাখতে পরিচালক জসিম উদ্দিন জাকির সিনেমাটির গল্প সম্পর্কে কিছু না বললেও জানিয়েছেন এই সিনেমাটির গল্প অন্য সিনেমা গুলো থাকে সম্পুর্ণ আলাদা। দর্শক আর আট-দশটা সিনেমার মতো একটু দেখেই কাহিনী বলে দিতে পারবে না। প্রতি সিকোয়েন্সে আলাদা আলাদা মজা আছে। আর এই মজা পেতে হলে এবং এই ত্রিভুজ প্রেমের কাহিনী জানতে অপেক্ষা করতে হবে ২৮ এপ্রিল পর্যন্ত।’
জেফ-তিথী ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রীতি, সাইফ খান, কাবিলা, সিরাজ হায়দার, রেবেকা, জ্যাকি, বাদল, ববি, মিথিলা, ডলার, নিলাঞ্জনা, সুজন বৈদ্য, সোহেল রশিদ, জুই সিনহা সহ আরো অনেকে।

অন্যরকম