Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 66‘শুন রাহা হে না তু’, ‘চিকনি চামেলি’, ‘আগার তু মিল যাও’, ‘তেরে ন্যায়না’, ‘যাদু হ্যায় নাশা হ্যায়’, ‘মুঝে শাস আয়ি’সহ অনেক জনপ্রিয় গানের গায়িকা শ্রেয়া ঘোষাল। বলিউড মাতানো বাঙালি এ গায়িকা আবারও ঢাকায় আসছেন।
আগামী ৩১ মার্চ ঢাকায় আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল নাইট’-এ গাইবেন তিনি। এর আয়োজক এটিএন ইভেন্টস। আয়োজকরা জানান, ৩১ মার্চ সকালে ঢাকায় পা রাখবেন এ গায়িকা। আর সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে হবে ‘শ্রেয়া ঘোষাল নাইট’। এতে বাংলাদেশ থেকেও অংশ নেবেন বেশ কয়েকজন শিল্পী।

৩১ বছর বয়সী এই গায়িকা সেরা নারী সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার অর্জন করেছেন।
শ্রেয়ায় মিডিয়ায় প্রকাশ ভারতের জিটিভির ‘সারেগামাপা’ সংগীত প্রতিযোগিতার মাধ্যমে। তিনি বিজয়ী হন এতে। ২০০২ সালে বলিউডের ‘দেবদাস’র মাধ্যমে চলচ্চিত্রের গানে তার যাত্রা।