Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ :  66মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। বহু প্রতীক্ষিত এ সিনেমাটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন। আগামীকাল ৩ মার্চ শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে এ সিনেমা। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে আরেকটি সিনেমা ‘মিসড কল’।
‘মিসড কল’ পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। সিনেমাটির প্রধান চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মুগ্ধতা। এছাড়া রয়েছেন মিশা সওদাগর, বাপ্পারাজ, কাজী হায়াত, সাদেক বাচ্চুসহ অনেকে।

২০১৫ সালের অক্টোবরে ‘মিসড কল’-এর শুটিং শুরু হয়। দীর্ঘ সময় পর মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।
এদিকে ‘ভুবন মাঝি’ পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে বর্তমানের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের সময়কে ফুটিয়ে তোলা হয়েছে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অপর্ণা ঘোষ।
আরো আছেন নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ। ছবিটিতে রয়েছে ছয়টি গান। সুর-সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার দোহার ব্যান্ডের কালিকা প্রসাদ।