খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: সুস্মিতা সেন। সাবেক বিশ্ব সুন্দরী। বয়স ৪১। এখনও বিয়ে করেননি নায়িকা। ‘ম্যায় হু না’ সিনেমায় শিক্ষিকার চরিত্রে অভিনয় করে বহু পুরুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন সুস্মিতা।
বলা হয়, সবচেয়ে আবেদনময়ী শিক্ষিকার কোনো পুরস্কার দেয়া হলে ‘ম্যায় হু না’ সিনেমায় ওই চরিত্রের জন্য সুস্মিতা সেই পুরস্কার পাবেন।
বয়স ৪১ হলেও এখনো বিয়ে করেননি এ অভিনেত্রী। তবে দুই সন্তানের মা সুস্মিতা। অবশ্য নিজের নয়, ওই দুই সন্তান দত্তক নিয়েছেন নায়িকা।
এতো বছর পেরিয়ে গেলেও এখনো কেন বিয়ে করেননি এমন প্রশ্নের সম্মুখীন বার বার হতে হয় সুস্মিতাকে।
এনিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। কেন তিনি এখনো অবিবাহিত তাও জানিয়েছেন সুস্মিতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সাবেক এ বিশ্ব সুন্দরী।
ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, আমি এখনো তেমন কারও দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালোবাসে। নায়িকার এমন কথায় কী ইঙ্গিত রয়েছে তা বুঝতে বাকি নেই সুস্মিতা ভক্তদের।
অভিনেতা রণদীপ হুদা, পরিচালক বিক্রম ভাটের সঙ্গে ডেট করেছেন সুস্মিতা। ঘনিষ্ঠ মহলে সম্পর্কের কথা তিনি স্বীকারও করেছেন। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক। সুস্মিতার এমন বিস্ফোরক মন্তব্যের পর শুরু হয়েছে নতুন কানাঘুষা।
সুম্মিতা আরও জানিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হত, কেন সিঙ্গেল? তিনি পাল্টা প্রশ্ন করতেন, কেন নয়?
তার কথায়, ‘আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গেল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য।’