খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা প্রদান করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। শোবিজ থেকে এ সম্মাননা পাচ্ছেন-সুজাতা (অভিনয়) ও ফরিদা পারভিন (সংগীত ব্যক্তিত্ব)।
এবারের আলোকিত অন্য নারীরা হলেন-অধ্যাপক মাহফুজা খানম (শিক্ষাবীদ), লুনা সামসুদ্দোহা (নারী উদ্যোক্তা), মিলি বিশ্বাস (চ্যালেঞ্জিং পেশা), সাজেদা বেগম (কৃষি উদ্যোক্তা), জোবেরা রহমান লিনু (ক্রীড়া) ও সওগাত নাজবিন খান (সমাজ সেবা)। বৃহস্পতিবার (৯ই মার্চ) পঞ্চমবারের মতো এ সম্মাননা দেয়া হচ্ছে। অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা।
পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে আরটিভিতে সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সোহেল রানা বিদ্যুৎ। সম্মাননা প্রদান অনুষ্ঠানটি স্পন্সর করছে জয়া। কো-স্পন্সর হিসেবে আছে মধুমতি, মার্কেন্টাইল ও এনআরবি গ্লোবাল ব্যাংক। ম্যাগাজিন পার্টনার লুক এট মি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন এবং মেকআপ পার্টনার থাকছে পারসোনা।