Mon. Sep 15th, 2025
Advertisements

9kখােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে দুর্নীতি বিরোধী শপথ, র‌্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৫টি স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বর এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, রংপুর দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ আল-আমিন, শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানে সহযোগিতা করে।