Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: মাত্র একটা ছবিতে বলিউডের কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। সেই একটা ছবিই সুপার ডুপার হিট। তাঁর অভিনীত চরিত্রও দাগ কেটেছিল দর্শকদের মনে। কিন্তু সেই ছবির ১০ বছর পরেও এখনও কিং খানে বুঁদ হয়ে রয়েছেন এই অভিনেত্রী। প্রমাণ দিলেন নিজেই।

চাক দে ইন্ডিয়ার ‘ছোট প্যাকেজ বড় ধামাকা’ চিত্রশী রউতের কথা নিশ্চয়ই মনে অাছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন চিত্রশী। তাঁকে ‘চাক দে ইন্ডিয়া’র কথা জিজ্ঞাসা করা হলে চিত্রশী বলেন, সমস্ত দিক থেকেই প্রকৃত রাজা শাহরুখ। ভীষণ জ্ঞানী। আর ওঁর গায়ের গন্ধও ভীষণ সুন্দর!

এরপরেই চিত্রশীর কাছে জানতে চাওয়া হয় যে তিনি আবার কী কাজ করবেন শাহরুখের সঙ্গে? এর উত্তরেও চাক দে গার্ল বলেন, শাহরুখের সঙ্গে অভিনয়ের জন্য তিনি সব সময় মুখিয়ে আছেন।