খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: ছবির নাম শোলে। সেই ছবিরই একটি দৃশ্য শুট করতে পরিচালক রমেশ সিপ্পি ৩ বছর অপেক্ষা করেছিলেন। সম্প্রতি সেই কথা জানালেন অমিতাভ বচ্চন।
শটটি তাঁরই ছিল। তাঁর ও জয়া বচ্চনের। শোলের সেই বিখ্যাত দৃশ্য। যেখানে রাধা (জয়া বচ্চন) বারান্দায় আলো জ্বালাচ্ছে আর আউটহাউজে বসে মাউথঅর্গান বাজাচ্ছে জয় (অমিতাভ বচ্চন)। ওই শটটির জন্য একটি বিশেষ ধরনের আলোর দরকার ছিল। ছবির ডিওপি দিবেচা সূর্যাস্তের সময় ওই শটটি নিতে চেয়েছিলেন। “আপনারা বিশ্বাস করবেন না, ওই একটা শটের জন্য ৩ বছর অপেক্ষা করেছিলেন রমেশজি। ” বলেছেন অমিতাভ।
তিনি জানিয়েছেন, যতবারই ওই দৃশ্যটি শুট করা হচ্ছিল, আলো ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। তখন রমেশ সিপ্পি বলেছিলেন, যতদিন না আলো ঠিক হচ্ছে, দৃশ্যটি শুট করা হবে না। শেষে ৩ বছর পর সেই দিনটি আসে। শুট করা হয় দৃশ্যটি।
অমিতাভ আরও বলেছেন, “রমেশজি খুব ভালো মোটিভেটর, অসাধারণ টেকনিশিয়ান ও শিক্ষক। সেটে তিনি তাঁর শিল্পীদের খেয়াল রাখেন। আলোচনা করেন। শিল্পীদের মতামত নেন। ভালো ছবি বানানোর সব ভালো গুণ তাঁর মধ্যে আছে।