খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: মারাঠি ও পাঞ্জাবী সিনেমার পর এবারে সিকিমজ ছবি প্রযোজনা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউড ও হলিউড মাত করেছেন আগেই। প্রযোজনাও করেছেন দু’টি আঞ্চলিক সিনেমা। এবারে সিকিমিজ ভাষায় নির্মিতব্য একটি সিনেমার প্রযোজনায় হাত দিতে যাচ্ছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড।
‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন হলিউডে। সামনেই আসছে তার অভিষেক হলিউড সিনেমা ‘বেওয়াচ’। এরই মধ্যে প্রিয়াঙ্কা তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’-এর তরফ থেকে ঘোষণা দিলেন নতুন সিনেমার প্রযোজনার।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সিকিম রাজ্যের পর্যটন মন্ত্রণালয়ের সহায়তায় ‘পাহুনা’ নামের একটি সিনেমা প্রযোজনা করছে প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’। মাওবাদী আগ্রাসনের শিকার হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিন নেপালি শিশুর গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। সিমিকিজ ভাষায় নির্মিত এ সিনেমায় অভিনয়ও করবেন সিকিমিজ অভিনেতা-অভিনেত্রীরা।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আঞ্চলিক সিনেমা তৈরি করতে আমার বরাবরই ভালো লাগে। আমি খুবই আনন্দিত যে সিকিম সরকার আমাদের সহায়তা করছে। আশা করি ‘পাহুনা’ সকলের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।”
এর আগে পাঞ্জাবী সিনেমা ‘সার্ভান’ ও মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’ প্রযোজনা করেছিলেন এ অভিনেত্রী।