Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ কি বিয়ে করবেন বলে ঠিক করেছেন? গুজবটা কিন্তু এমনিতেই ছড়ায়নি, লোপেজের কর্মকাণ্ডই তৈরি করছে এমন গুজব। মিয়ামিতে নতুন প্রেমিক অ্যালেক্স রড্রিগজের সঙ্গে রোমান্টিক ভ্রমণের সময় লোপেজের অনামিকায় দেখা গেছে ঝলমলে এক আংটি। এখান থেকেই সন্দেহ বেঁধেছে ভক্তদের মনে, বোধ হয় বাগদানটা সেরেই ফেলেছেন লোপেজ। যদিও এ ব্যাপারে এখনো মুখ খোলেননি তিনি।
লোপেজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, রড্রিগজের সঙ্গে দেখা করতেই মিয়ামিতে গেছেন লোপেজ। ‘অন দ্য ফ্লোর’ গানখ্যাত লোপেজের এই ভ্রমণে সঙ্গে ছিল নয় বছর বয়সী দুই যমজ সন্তান এমি ও ম্যাক্স।

লোপেজ ও রড্রিগজের এই দেখাদেখি পর্ব শুরু হয় লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠান থেকে। একটি সূত্র জানায়, গত সপ্তাহের শেষেও তাঁরা একসঙ্গে ছিলেন লস অ্যাঞ্জেলেসে। লাস ভেগাসে অবস্থিত প্ল্যানেট হলিউডে আয়োজিত একটি কনসার্ট করার সময়ও লোপেজের সঙ্গে যোগ দেন রড্রিগজ।
লোপেজ ও রড্রিগজ—দুজনেরই আগে বিয়ে হয়েছিল। রড্রিগজের আগের সংসারে দুটি মেয়ে রয়েছে, একজন ১২ বছর বয়সী নাতাশা, অন্যজন আট বছর বয়সী এলা।