Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

84খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: ডাগর ডাগর চোখ আর নজরকাড়া মায়াবী মুখ। হাসলে টোল পড়ে। যতক্ষণ পর্দায় দেখা যায়, মুগ্ধতায় মজিয়ে রাখে। সাবলীল অভিনয় দিয়ে এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোটপর্দার প্রিয়মুখ শবনম ফারিয়া।
বর্তমানে একাধিক ধারাবাহিকআর খণ্ড নাটক নিয়ে ভীষণ ব্যস্ত এই তরুণ অভিনেত্রী। তবে নাটকের পর্দা টপকে একজন শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয়ের কথা ভাবছেন ফারিয়া। সঙ্গে আলাপে তেমনই আভাস পাওয়া গেল।

শবনম ফারিয়া বলেন, ‌‘ইনশাল্লাহ… আগামীতে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ আছে।’ তিনি আরও বলেন, ‘গেল বছর মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’র মতো ছবি হলে তো কথাই নেই। একজন নির্মাতা শিল্পীর কাছ থেকে প্রকৃত অভিনয় বের করে আনতে পারেন। তেমন নির্মাতা ও মন ছুঁয়ে যাবার মত গল্প পেলে অবশ্যই কাজ করবব।’
ফারিয়া মনে করেন, আগের চেয়ে ঢাকাই ছবির পরিবেশ ও গল্প ভাবনা অনেক উন্নতির দিকে। এখন রুচিশীল ও গল্প প্রধান ছবির প্রাধান্য বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে ফিল্ম আবার ঘুরে দাঁড়াবে। উচ্চ-শিক্ষিত, ভদ্র ঘরের মেয়েরা চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে উৎসাহিত হবে।’
বাণিজ্যিক ধারার ছবি করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চলচ্চিত্রে পরিবর্তনের যে হাওয়া লেগেছে খুব দ্রুত এই ধারা বিভাজনটা হারিয়ে যাবে। উপস্থাপন ভাল হলে যে কোনো চরিত্রেই কাজ করা যায়। আমি ‘শিকারী’ ছবিটির কিছু গান ও টিজার দেখেছি। শাকিব খানকে খুবই হ্যান্ডসাম লেগেছে। শ্রাবন্তীকেও দারুণ দেখাচ্ছিল।’
তাহলে শিগগির বড়পর্দায় আগমন হচ্ছে আপনার? ফারিয়া বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করবো। তবে এখনই না, আমি নাটক নিয়ে অনেক ব্যস্ত। আমার ইচ্ছে, চলচ্চিত্রে কাজ করলে আর নাটকে অভিনয় করব না। তাই নাটকের ব্যস্ততা কিছুটা কমাতে চাই। আর ফিগার আরও কিছুটা কমাতে হবে।’
যোগ করে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় আর ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এই দুটো আরও রপ্ত করে আগাতে চাই। তাই আরও কিছু সময় লাগবে। আর আমার আগ্রহ বেশি ভিন্নধারার ছবি গুলোতে। যেখানে মসলাদার নাচ-গান-মারামারি মূখ্য নয়, আসল ব্যাপার হচ্ছে অভিনয় করা। আসল কথা হচ্ছে, এমন ছবিতে কাজ করব যে কাজ আমাকে শত বছর দর্শকদের মনে বাঁচিয়ে রাখে।