Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

86খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: উপেন প্যাটেলের সঙ্গে কারিশমা তান্নার প্রেম বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল গত বছরই। এবার শোনা যাচ্ছে করিশমা আবার নাকি প্রেমে পড়েছেন। আর যার সঙ্গে করিশমা সম্পর্ক আছে বলে শোনা যাচ্ছে তিনি টেলিভিশন অভিনেতা পার্ল পুরি।
গত বছর মাঝামাঝি নাগাদ শোনা গিয়েছিল উপেন প্যাটেল ও কারিশমা তান্নার মধ্যে ব্রেক আপ হয়ে গেছে। কিছুদিন আগে শোনা যায়, তাঁদের নাকি আবার সব ঠিক হয়ে গেছে। আবার সম্পর্কে ফিরছেন তাঁরা। বান্দ্রার একটি হোটেলে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আলাদা আলাদা গাড়িতে ফিরে যান তাঁরা।

তবে কারিশমা তান্না কিন্তু পার্ল পুরির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ব্র্যাড পিটের সঙ্গে ডেট করতে চান। কারণ তাঁরা দু’জনেই এখন সিঙ্গল।
পার্ল জানিয়েছেন, যা রটেছে তা গুজব। তিনি করিশমার সঙ্গে ডেট করছেন না। তবে এমন খবরে কিছু আশ্চর্য হননি তিনি। তিনি যেসব অভিনেত্রীর সঙ্গে দেখা করেন বা কথা বলেন, অনেকের সঙ্গেই তাঁকে জড়িয়ে গুজব রটে। শোনা যায়, তাঁদের প্রত্যেকের সঙ্গেই নাকি তিনি ডেট করছেন। করিশ্মার সঙ্গেও তেমনই রটেছে। তিনি কারোর সঙ্গে ডেট করছেন না।