Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

87খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: বলিউডের বহুল জনপ্রিয় সিরিজ সিনেমা ‘গোলমাল’। রোহিত শেঠি পরিচালিত এর আগের তিনটি সিনেমায় বলিউডে দারুণ সফলতা অর্জন করেছিল। এ বছরের ৮ মার্চ থেকে শুরু হল গোলমাল ফ্রাঞ্চাইজের চতুর্থ কিস্তির শুটিং।
পরিচালক রোহিত শেঠিসহ ছবিটির অনেক তারকাই সামাজিক যোগযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

‘গোলমাল এগেন’ নামের নতুন এই ছবিতে থাকছে একাধিক চমক। পুরনোরা কেউ ফিরছেন। আবার আছেন নতুনরাও, যাঁরা এই প্রথম ‘গোলমাল’ সিরিজে কাজ করছেন। তবে অজয় দেবগণ থাকছেন। ‘বাদশাও’ এর শুটিং সেরে সঞ্জয় মিশ্রকে সঙ্গে নিয়ে ‘গোলমাল এগেন’ এর সেটে যোগ দিয়েছেন অজয়।
টুইট করেছেন, ‘সাউন্ড, ক্যামেরা অ্যাকশন।’
এক ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে। আরশাদ ওয়ার্সি, তুষার কাপূর, শ্রেয়স তালপাড়ে, কুনাল খেমু, তব্বু, পরিণীতি চোপড়া, নীল নিতিন মুকেশ, সঞ্জয় মিশ্র, জনি লিভার, প্রকাশ রাজ এবং আরও অনেকে।
পরিণীতি চোপড়া এবং নীল নিতিন মুকেশ দু’জনেই গোলমাল সিরিজে নতুন। পরিণীতি চোপড়া বেশ উত্তেজিত ‘গোলমাল’-এ অভিনয় করতে পেরে। টুইট করে জানিয়েছেনও সে কথা।
মুম্বইয়ে প্রথম পর্যায়ে শুটিংয়ের পর উটি এবং গোয়াতে হবে ছবির বাকি শুটিং।
প্রসঙ্গত, ১১ বছর আগে গোলমাল ফান আনলিমিটেড নামে এই সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল।