Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: নাটকে নিয়মিত অভিনয় করছেন আনিকা কবির শখ। তার অনেকগুলো নাটক বর্তমানে প্রচারে আছে। জনপ্রিয় এই তারকার ভক্তদের জন্য সুখবর, শখকে দেখা যাবে নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে।
পণ্যটির নাম মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এটি বাজারে এনেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। নতুন পণ্যটির প্রচারণামূলক কাজের জন্য সোমবার (১৩ মার্চ) চুক্তিবদ্ধ হয়েছেন শখ।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, হেড অব সেলস মো. সোহেল হাওলাদার, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মনসুর।
এই পণ্যের বিজ্ঞাপনে শখের সঙ্গে দেখা যাবে এবিএম সুমনকে।
শখ বলেন, ‘বছরজুড়ে মি. হোয়াইটের প্রচারণামূলক কাজে অংশ নেব। আশা করছি এ দায়িত্ব আমার চলার পথে ভিন্নমাত্রা যোগ করবে।’
জানা গেছে, মি. হোয়াইটের বিজ্ঞাপনী কার্যক্রম শিগগিরই দর্শকরা দেখতে পাবেন।