Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী রেলস্টেশনে হলিউডের ছবির শ্যুটিং হয়েছে। গতকাল রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে রেলওয়ে স্টেশণের সামনে অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৪৭ সালে লহ্মীপুর জেলার মান্দারী নামক এলাকায় হিন্দু-মুসলমাদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয়। পরে ওই এলাকার স্থানীয় ব্যক্তি মোজাফফার বিনিতা ভৌমিক রায়কে নিয়ে এসে চৌমুহনী রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।

পরে ওই ট্রেনটি করে সে কলকাতা যায়। কিন্তু তিনি ট্রেন থেকে কলতানা না নেমে লন্ডনে পাড়ি জমায়। পরবর্তীতে ওই স্থানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন বিনিতা। আর ওখানকার খ্যাতনামা চিকিৎসক হিসেবে বেশ ভালো সুনাম অর্জন করেন তিনি। আর তারই জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে এ ছবি।
চৌমুহনী রেলস্টেশনের মাস্টার আসাদুজ্জামান শ্যুটিং হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।