Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 15পরনে লাল বেনারসি। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখে সোনালি ও কালো আইশ্যাডো, কপালে টিপ, গালে-নাকে-গলায় ও হাতে গহনা পরে বধূ বেশে সেজেছেন চিত্রনায়িকা পরীমনি। এ দিকে মেরুন রঙের শেরওয়ানি পরে বর বেশে সেজেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

আজ তাদের বিয়ে। তবে বাস্তব জীবনে নয়, ‘নদীর বুকে চাঁদ’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে বর-বধূ বেশে সাজতে হয়েছে এই অভিনয়শিল্পীদের।
মঙ্গলবার (১৪ মার্চ) পুবাইলে এমন দৃশ্যের শুটিং হয়েছে। শওকাত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

চাঁদ ও নদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমন রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। এ সিনেমায় নদীর ভূমিকায় অভিনয় করছেন পরীমনি ও চাঁদের ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।

গত ১১-২০ মে সিলেটে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। সাইমন-পরী প্রথমবারের মতো জুটিবদ্ধ হন নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ সিনেমায়। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও এখনো মুক্তির আলো দেখেনি। এরপর দ্বিতীয় সিনেমা ‘পুড়ে যায় মন’। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এ জুটি তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায়।