Thu. Sep 18th, 2025
Advertisements

11kখােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেন্দ্রীয় নূরানী হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার উদ্যোগে হেলিপ্যাড সংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গনে ১৬ ও ১৭ মার্চ ২দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

২য় দিন শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত মাহফিল চলে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার উন্নয়ন কল্পে বক্তব্য রখেন ঠাকুরগাঁও -৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ১ম দিনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা। ২য় দিনের প্রধান বক্তা ছিলেন যুক্তিবাদী ভারত থেকে আগত হজরত মাওঃ রেজাউল করিম, ১ম দিনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-দারুস সালাম মাদ্রাসা রংপুর থেকে আগত হজরত মাওঃ মোঃ নিয়ামুল হক, ২য় বক্তা সাবেক অধ্যক্ষ কেন্দ্রীয় শাহি জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওঃ মোঃ আব্দুল্লাহিল বাকী। ২য় দিনের ২য় বক্তা ছিলেন নিলফামারী মিসমিল্লাহ শাহি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ নাজমুল হুদা।

সভাপতিত্ব করেন আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাবেক প্রধান শিক্ষক হাজির উদ্দীন মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মাওঃ মইনদ্দীন। মাহফিল শেষে মেয়র আলমগীর সরকার মাদ্রাসার উন্নয়ন কল্পে ১লক্ষ টাকা দানের ঘোষনা করেন।