Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭:  নাটোর শহরতলীর দত্তপাড়া বাজার থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আব্দুল কাদের (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে আটক করা হয়। আটক আব্দুল কাদের সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানায়, শনিবার ভোরে সাড়ে ৪টা দিকে দত্তপাড়া বাজারে সোহেলের খাবার হোটেলে গিয়ে ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা টাকা দাবী করে আব্দুল কাদের। এসময় টাকা না দিলে গুলি করার হুমকি দিতে থাকে। এক পর্যায়ে হোটেলের লোকজন টাকা দিব-দিচ্ছি বলে কৌশলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদেরকে আটক করে। এসময় তার দেহ তল¬াশীকালে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।