খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: আমি বুবলীকে কোন হুমকি দেইনি। আমি নিজেই কথা বলার সময় বুবলীকে রেকর্ড করতে বলেছি। পারলে সে রেকর্ড সবাইকে শোনাক। আপনারা শুনুন ওখানে হুমকি দেয়ার কোনো কথা আছে কি না? বুবলী আমার মানহানি করছে। আমিও ওর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। এভাবেই বুবলীর অভিযোগের উত্তর দিলেন নায়িকা অপু বিশ্বাস।
শনিবার বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ওয়ালে শাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেন। এ ছবির ক্যাপশনে লিখেন ‘ফ্যামিলি টাইম’। এতে বুবলীর পরিবারের লোকজনও আছেন। এতে ক্ষিপ্ত হয়েছেন অপু বিশ্বাস। তারপর বুবলীকে ফোন করে গালাগাল করেন অপু।
আর এ নিয়েই চলছে নানা আলোচনা-সমালোচনা। বুবলীর অভিযোগের উপর ভিত্তি করে অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এত দিন আমি চুপ করে ছিলাম কিন্তু আর না। বুবলী কেন ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি টাইম? শাকিব কি তার ফ্যামিলি মেম্বার?
ছবির ক্যাপশনে ‘ফ্যামিলি টাইম’ লিখাতে আপনি কেন এত ক্ষিপ্ত হলেন জানতে চাইলে অপু বলেন, ‘কেন লিখবে সে? আর আগেও হাতে এসবি লিখে বিভিন্ন নিউজ করিয়েছে ওই। বলে শাকিব-বুবলী। তখনো আমি কিছু বলিনি। তাই বলেন এখন ছবি পোস্ট করে বলবে ‘ফ্যামিলি টাইম’ তাতো হোতে পারেনা।’
আপনিও তো শাকিবের পরিবারের কেউ নন। বুবলী যদি এমন ক্যাপশন দেয় তবে আপনার আপত্তি কেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি শাকিবের পরিবারের কে সেটা আমি বলব না। সেটা আপনি শাকিবকে প্রশ্ন করুন।’
‘শুধু তাই নয় এরইমধ্যে বুবলী বিভিন্ন গণমধ্যমকে জানিয়েছে আসছে ঈদে না কি সে শাকিবের সাথে নতুন ছবিতে কাজ করবে। কিন্তু এমন কোন কিছুই হচ্ছে না। কেননা আমি শাকিবের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি আর শাকিব সরাসরি উত্তর দিয়েছে না।’
ভবিষ্যতে যদি আবারো নতুন কোন ছবিতে শাকিব-বুবলীকে নিয়ে কেউ কাজ করতে চায় সে ক্ষেত্রে আপনি কি করবেন জানতে চাইলে অপু বলেন, ‘পরে কি হবে জানি না। আমি আপাতত শাকিবের সাথে বুবলীকে দেখতে চাই না।’
আপনি দেশে ফিরেছেন জানুয়ারিতে কিন্তু এখনো কোন কাজ শুরু করছেন না কারণটা কি এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, ‘হুম ফিটনেস ঠিক করছি। এপ্রিলেই আবার নতুন করে কাজ শুরু করবো।’