Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭:  6বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুরকে নিয়ে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করতে যাচ্ছে নতুন হিন্দি ছবি। শুটিং আগামী বছর ফেব্রুয়ারী-মার্চে শুরু হবে। কিন্তু এবার শ্রদ্ধা’র সাথে নায়ক হিসাবে কে থাকছেন তা দেখার বিষয়।

জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমরা আগামী বছরের ফেব্রুয়ারী-মার্চে মধ্যে ছবির কাজ শুরু করবো। সে ক্ষেত্রে আমারা নায়ক হিসাবে সুপারস্টার শাকিব খান অথবা বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরেফিন শুভর কথা ভাবছি। কেননা এই দুই জনই এরইমধ্যে কলকাতায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘আশা করি এ সপ্তাহের মধ্যেই নায়কের বিষয়টি চূড়ান্ত হবে। আর এই ছবিটি যৌথ ভাবে নয় বরং একক ভাবেই জাজ নির্মাণ করবে এবং হিন্দি ও বাংলা দুই ভাষাতেই চলবে ছবিটি।’

ছবির নির্মাণের প্রস্তুতি সম্পর্কে আজিজ বলেন, ‘ছবির গল্প ও স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। কলকাতা ও বাংলাদেশে চলবে ছবির শুটিং। তাছাড়া গানের শুটিং হবে ইউরোপে।’

এদিকে জাজের দুইটি ছবি মুক্তির অপেক্ষায় আছে একটি শাকিব-শুভশ্রীর ‘নবাব’ ও অন্যটি জিৎ-ফারিয়ার ‘বসটু’