Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে বাজিমাত করেছিলেন ঢাকার কিং খ্যাত অভিনেতা শাকিব খান।
সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো জুটি হয়েছিলেন কলকাতার মিষ্টি মেয়ে শ্রাবন্তী।

সিনেমায় দর্শকরা শাকিব ও শ্রাবন্তী জুটির ক্যামেস্ট্রি ভালোই উপভোগ করেছিল।
আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’।
এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী।
সিনেমায় একেবারে নতুন লুকে হাজির হবেন শাকিব। তার প্রমাণ মিলল সিনেমার ফাস্ট লুকে।
কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ফেসবুক এবং টুইটার পেজে ‘নবাব’ সিনেমার ফাস্ট লুক প্রকাশ করা হয়। যেখানে শাকিবকে পিস্তল হাতে রাগান্বিত অবস্থায় দেখা যায়।
‘নবাব’ সিনেমার ফাস্ট লুকের প্রশংসা করেছেন কলকাতার সুপার হিরো দেব।
এসকে মুভিজের টুইটারে দেয়া ‘নবাব’র ফাস্ট লুক নিজের পেজে শেয়ার করে দেব লেখেন, এই ঈদ সবচেয়ে ভালো এবং বড় উৎসবমুখর হতে যাচ্ছে। কি চমৎকার প্রথম দর্শন! ভালো করেছে পুরো টিম।
সিনেমায় নবাব নামেই দেখা যাবে শাকিবকে। শাকিব-শুভশ্রী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
নবাব ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।