Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: প্রথম শহীদ মহিলা কবি মেহেরুন্নেসাকে নিয়ে প্রথম প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। ১৯৭১ সালে ত্রিশ লক্ষ বাঙ্গালীর জীবন ও মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামে শহীদ হন বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, অধ্যাপকসহ হাজারো সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বিভিন্ন সময় এদের নিয়ে নির্মিত হয়েছে নানা চলচ্চিত্র। এর পরেও সকল প্রকার আয়োজন থেকে বাদ পড়েছে বাংলাদেশের প্রথম শহীদ মহিলা কবি মেহেরুন্নেসা। এই প্রয়োজন বোধ থেকেই নির্মিত হয়েছে ‘‘মেহেরুন্নেসা” নামে প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে নবিন চলচ্চিত্রকার রিয়াজ মাহমুদ মিঠ’ুর পরিচালনায়। প্রামাণ্যচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ ও ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভূবন ফাউন্ডেশন’। পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু বলেন এই স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র টি “কবি মেহেরুন্নেসা”র জীবনের সার্বিকদিক অবলম্বনে নির্মিত। এর তথ্য-উপাত্ত সংগ্রহ, গবেষনা, সাক্ষাৎকার অডিও ভিজ্যুয়ালী ধারন, নবীন/প্রবীণ অভিনেতা-অভিনেত্রী’র সমন্বয়ে শ্যুটিং ও সম্পাদনের কাজ সম্পন্ন হয়।

আগামী ২৫মার্চ ২০১৭ মুক্তিযুদ্ধ যাদুঘর এর একবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বধীনতা উৎসব আয়োজনে স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্রটি প্রদর্শীত হবে। শ্যাটেলাইট টেলিভিশন মাই টিভিতে ৩১মার্চ ২০১৭ রাত ৮টা ১০মি. প্রচারিত হবে এটিএন বাংলাসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে কবি মেহেরুন্নেসা ১৯৪২ সালের ২০ আগস্ট কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। পিতা আবদুর রাজ্জাক, মাতা নূরুন নেসার চার সন্তানের মধ্যে মেহেরুন্নেসা ছিলেন দ্বিতীয় তার ডাক নাম ছিল রানু। ১৯৪৭ সালে বিভক্ত ভারতের সা¤প্রদায়িক দাঙ্গার পর তার পুরো পরিবার চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে। ১৯৫২ সালে মাত্র দশ বছর বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন। তার র্খুধার লেখনির মাধ্যমে জায়গা করে নেন তৎকালিন প্রায় সকল পত্রিকায়। মেহেরুন্নেসা ১৯৬৯ এর গণ অভ্যুত্থানে সংগ্রাম কমিটির সদস্য ছিলেন এবং কাজী রোজী’র একশন কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্তাধীন আওয়ামী লীগের নির্বাচনি এজেন্ট হিসেবে মিরপুরে দায়িত্ব পালন করেন। ১৯৭১ মুক্তিযুদ্ধের প্রাক্কালে ৭মার্চ রেসকোর্স মায়দানে বঙ্গবন্ধু’র অবিস্মরনী সমাবেসে বন্ধুদের নিয়ে অংশগ্রহন করেন। অবাঙ্গালীয়দের হুশিয়ারি উপেক্ষা করে ২৩ মার্চ ১৯৭১ সালে মিরপুরের নিজবাড়িতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। এই অপরাধে ২৭ মার্চ তাঁকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আর তিনি হন বাংলাদেশের প্রথম শহিদ মহিলা কবি।