Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  37শাহিনুর রহমান, নীলফামারী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নীলফামারীর ডোমার উপজেলায় যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং দুই শতাধীক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে হৃদয়ে স্বাদীনতা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও ডোমার পৌর সভা যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, জেলা সহকারী কমান্ডার সহিদার রহমান মানিক, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, আমিনার রহমান প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দুই শতাধীক মুক্তিযোদ্ধার মাঝে উপহার তুলে দেওয়া হয়।