Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭:  22দূর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের যৌথ আয়োজনে গত সোববার বেলা ১১টায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহের একটি পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি লুৎফুন্নেছা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, দূর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য প্রভাষক রাজু আহমেদ, আব্দুস সাত্তার, আলহাজ্ব মেহের আলী প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনা করেন, দূর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মোজাহারুল ইসলাম।