খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: অনেকদিন থেকেই মিডিয়াতে আলোচনায় নেই সাবিলা নূর। ফেসবুকে মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডার দুয়েকটি আপডেট পাওয়া যেত। সোশ্যাল মিডিয়া ফেসবুকে সর্বশেষ এ মাসের ৫ তারিখে বন্ধুর বাসায় আড্ডার একটি ছবিসহ আপডেট দেখা যায়। কিন্তু ১৫ তারিখের পর তাকে একেবারেই পাওয়া যাচ্ছিল না। ফোন হোয়াটসঅ্যাপ কোথাও নেই সাবিলা। কোথায় গেলেন? তার শোবিজের ঘনিষ্ঠ বন্ধুরাও সে খবর জানেন না।
অবশেষে পরিবারের তরফ থেকেই পাওয়া গেল সাবিলা নূরের খোঁজ। সাবিলা নূরের মা মুসরাত জাহান জানালেন সাবিলা নূর চলতি মাসের ২২ তারিখে যুক্তরাষ্ট্রে গেছেন। দেশটির ডালাস শহরে সাবিলার বড় বোন থাকে সেখানেই গেছেন এই মডেল অভিনেত্রী। কবে ফিরবে এই প্রশ্নের উত্তরে মুসরাত জাহান বলেন, সাবিলা ফিরবে তিন থেকে চার মাস পর।
শোবিজে অনুপস্থিত কেন জানতে চাইলে তিনি বলেন, সাবিলা নর্থ সাউথে বিবিএতে অধ্যয়নরত। এরই মাঝে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স করার সুযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্র যাবে বলেই নিজেকে আসলে গুছিয়ে আনছিল। আপাতত সেটা সম্পন্ন করতেই দেশে ফিরতে ফের কাজে ব্যস্ত হবে বলে জানালেন তিনি।