খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: ভারতের সবচেয়ে জনপ্রীয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’ বর্তমান সময়ে সবচেয়ে বেশী আলোচনায় রয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালক কপিল শর্মার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এরই মধ্যে অনুষ্ঠান ছাড়ার ঘোষণা দিয়েছেন এ শো এর অন্যতম কমেডি তারকা সুনীল গ্রোভার। তার সাথে আরো দুইজন এ অনুষ্ঠান ত্যাগ করছে বলে আগেই জানা গেছে।
তবে এ সকল শিল্পীর চুক্তি এখনো শেষ না হওয়ায় বাকি পর্বগুলোর জন্য শুটিং করছেন তারা। জানা গেছে, কমেডি ধাঁচের এ শোতে জোকস শুনেও কেউ হাসছে না এ কারণে শুটিং বন্ধ করে দেন কপিল।
শো এর অন্যতম তারকাদের না দেখতে পেয়ে শুটিং-এ কপিলের জোকস শুনে কোনও প্রতিক্রিয়া দেননি দর্শকরা। অন্য সময় তারাই হাততালি দিয়ে কপিলকে উত্সাহিত করেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় প্রাথমিক ভাবে হতাশ হয়ে পড়েন কপিল। তার জেরে নাকি শুটিং বন্ধ করে দেন। ততক্ষণে প্রায় ১৫ মিনিটের শুটিং হয়ে যাওয়ায় বাকিটা শেষ করার জন্য তাকে অনুরোধ করা হয়। কিন্তু কপিল তাতে রাজি হননি।