Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭: শবনম বুবলি। সংবাদ পাঠিকা থেকে এখন একজন চলচ্চিত্র তারকা। দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে উঠেছেন অল্প সময়ে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের বিপরীতেই দেখা গেছে এই নায়িকাকে। আর সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে জড়িয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়গুলো নিয়েই বুবলি কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
এখনকার ব্যস্ততা নিয়ে কিছু বলুন—

সম্প্রতি ‘অহঙ্কার’ ছবির শুটিং শেষ করলাম। এখন ডাবিং নিয়ে ব্যস্ততা চলছে। এটি নিয়েই এখন একটু ব্যস্ত থাকতে হচ্ছে।
এখন বেশিরভাগ নায়ক বা নায়িকারা ব্যাক টু ব্যাক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকছেন। সেই জায়গা থেকে আপনার এখনো পরবর্তী চলচ্চিত্রের কোনো সংবাদ নেই। এর কারণ কী বলবেন?
এর কারণ হিসেবে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করবো না। আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে নতুন তাই আমার মনে হয় একটু সবকিছু বুঝে কাজ করা উচিত। কারণ ক্যারিয়ারের শুরুর দিকেই যদি এমন কোনো কাজ করি, যা দর্শকদের পছন্দ হলো না তাহলে কিন্তু দর্শক আমার পরবর্তী কাজগুলোর প্রতিও বিশ্বাস রাখবে না। সেই জায়গা থেকে আমি ১ ছবি বেছে কাজ করে আবার পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধের প্রস্তুতি নিই।
কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের বিপরীতে আপনি সবগুলো চলচ্চিত্র করেছেন। এখানে বেছে কাজ করার বিষয়টি আসলে কতটুকু ছিল?
এখন পর্যন্ত শাকিবের সাথে সবগুলো কাজ করেছি, এ বিষয়টি স্বাভাবিক। এটা বলবো কারণ আমার কাছে শাকিব ছাড়াও অন্য নায়কদের বিপরীতে চলচ্চিত্র করার প্রস্তাব এসেছে এবং আসছে। এটি সবার জানা যে, শাকিব খানকে নিয়ে যে চলচ্চিত্রগুলো করা হয় সেগুলোর বাজেট থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো উন্নত থাকে। তাই শাকিবের সাথেই এখন পর্যন্ত অভিনয় করা হচ্ছে।
তাহলে কি শাকিব ছাড়া বুবলিকে অন্য কোনো নায়কের নায়িকা হিসেবে দেখা যাবে না?
এই প্রশ্নের জবাব পেতে আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। সবার ধারণা শাকিবের বিপরীতে ছাড়া আমি হয়তো অভিনয় করবো না। এটি ভুল ধারণা। আমি ইন্ডাস্ট্রিত পেশাদার অভিনেতা হিসেবে কাজ করছি। তাই সবার সাথেই আমি কাজ করবো।
অপু বিশ্বাস আর আপনাকে নিয়ে একটি বিতর্ক মিডিয়াতে এখনো চলছে। এ প্রসঙ্গে কী বলবেন?
এই প্রশ্নের উত্তর না দিতে পারলেই ভালো হয়। কারণ এটি এমন এক জায়গায় দিয়ে পৌঁছেছে যে, আর কথা বলতে ইচ্ছে হয় না। আমি ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছি। এই ছোট ইন্ডাস্ট্রিতে আমি চাই সবার সাথে মিলেমিশে কাজ করতে। কেউ কারো জায়গা নিতে পারে না।
শাকিবের সাথে এ বিষয়ে তো নিশ্চয় আলোচনা হয়েছে। তার মন্তব্য কী?
শাকিবও বিষয়টি নিয়ে লজ্জিত। একটি অপ্রস্তুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে এই ছোট ইন্ডাস্ট্রিতে কাঁদা ছোঁড়াছুড়ি করলে আমাদেরই শেষ পর্যন্ত খারাপ হবে। তাই শাকিব এ নিয়ে বেশিকিছু বলেনি। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।