Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

88খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭: মাত্র এক মাসের মধ্যে সবকিছু তাঁকে গুছিয়ে ফেলতে হবে। কপিল শর্মাকে নাকি এমনই শর্ত দিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’ প্রচার করা বেসরকারি চ্যানেল। মূল বিষয়টা ঠিক কী?
সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সমস্যার জের পড়েছে ‘দ্য কপিল শর্মা শো’তে। সুনীল তো বটেই, তাঁর সঙ্গেই ওই শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন আলি আসগর, চন্দন প্রভাকরের মতো অভিনেতারাও। রাজু শ্রীবাস্তবের মতো কমেডিয়ানকে এনেও পরিস্থিতি সামলানো যাচ্ছে না বলে দাবি ইন্ডাস্ট্রির।

পাশাপাশি সেটে উপস্থিত দর্শকরা তাঁর জোকস শুনে ঠিকভাবে রেসপন্স না করায় শুটিং বাতিলের অভিযোগও উঠেছে কপিলের বিরুদ্ধে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। যার জেরে ওই শো-এর টিআরপিও পড়ছে বলে খবর।
সে কারণেই কপিলকে আগামী এক মাস সময় দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। এরমধ্যে তাঁকে পরিস্থিতি গুছিয়ে নিতে বলা হয়েছে। এক মাস পরেও ছবিটা না বদলালে তাঁরা অন্য কোনও পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।