খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষ্যে বিএফডিসিতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকালেই এফডিসিতে এসে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে মঞ্চেও উঠেছিলেন তিনি। কিন্তু মঞ্চের হযবরল অবস্থা দেখে রাগে-ক্ষোভে মঞ্চ থেকে নেমে যান ইলিয়াস কাঞ্চন। মঞ্চে মন্ত্রী হাসানুল হক ইনুর পাশে দাঁড়ানো নিয়ে এই হযবরল অবস্থার তৈরি হয়েছিল। ইলিয়াস কাঞ্চন নেমে যাওয়ার সময় অনেকে তাকে অনুরোধ করলেও আর দাঁড়াননি।
এরপরেই তিনি এফডিসি থেকে বেরিয়ে যান। এফডিসির মহাপরিচালক তপন কুমার ঘোষ তাকে অনুরোধ করা সত্ত্বেও তিনি আর এফডিসিতে থাকেননি।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘রাজ্জাক ভাইসহ আমি মঞ্চে দাঁড়িয়ে আছি, অথচ কে বা কারা আমাদের পেছনে সরিয়ে দিয়ে মন্ত্রীর পাশে দাঁড়াচ্ছিলেন। আমরা শিল্পী। আমাদের জন্যই এই চলচ্চিত্র দিবস অথচ আমাদেরকেই মূল্যায়ন করা হচ্ছে না, সেখানে আমি থাকতে পারি না।’’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘‘জাতীয় চলচ্চিত্র উৎসবে আসার জন্য কেউ আমাকে আমন্ত্রণও জানায়নি।চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই এ উৎসবে এসেছিলাম। কিন্তু এসে এমন অসম্মান পাব সেটা আশা করিনি। এরপর থেকে আমি আর এ উৎসবে আসব না।’’
ইলিয়াস কাঞ্চনের এফডিসি থেকে চলে যাওয়ার ঘটনায় অনেকেই কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য সকাল ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় নায়করাজ রাজ্জাক, হাসান ইমাম, অমিত হাসান, সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে পারফর্ম করবেন এক ঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন সাইমন, জায়েদ খান, ওমর সানি, মিষ্টি জান্নাত, মাহি, অমৃতা খান, বিপাশা কবির, অধরা খান, সাদিয়া আফরিনসহ অনেকে উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।