Fri. Sep 19th, 2025
Advertisements

61খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এর সাথে আজ তার দপ্তরে জাতিসংঘের সহকারি মহাসচিব গার্ডা ভারবার্গ(এঊজউঅ ঠঊজইটজএ) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে স্বাস্থ্যখাতসহ দেশের সামষ্টিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেন ।
পরিকল্পনা মন্ত্রী স¦াক্ষাৎকালে দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন , অন্যান্যখাতের ন্যায় স্বাস্থ্যখাতেও অভাবনীয় সফলতা অর্জন করতে বাংলাদেশ সক্ষম হয়েছে । তিনি বলেন , দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমাদের ছেলে মেয়েরা মুটিয়ে যাচ্ছে না। সকল বিষয়ে আমরা ইতিবাচক ভূমিকা রাখছি। আমরা জাতিসংঘের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমার বিশ্বাস যেভাবে এমডিজি’র লক্ষ্য অর্জন করেছি একইভাবে এসডিজি’র সকল লক্ষ্য অর্জনে সক্ষম হবো। ‘
ভারবার্গ বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আশা করছি এমডিজি’র মতো এসডিজি’র সকল সূচক সফলতার সঙ্গে অর্জন করবে। খাদ্য, পুষ্ঠি, স্বাস্থ্যখাতেও বাংলাদেশ ভালো করছে। তবে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেটা হলো পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সকল বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। বর্তমানে সত্যিই বাংলাদেশের অর্জন প্রশংসার দাবিদার।