Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭:  11আসছে মা দিবস উপলক্ষে নতুন একটি নাটকে জুটি বেধে কাজ করছেন অভিনেতা মামনুন হাসান ইমন ও মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। কাজল আরেফিন অমি নির্মাণ করলেন নাটক ‘মাদারস লাভ’।

নাটকে সন্তানের সঙ্গে মায়ের যে বন্ধন সেটাই প্রধান বিষয়, মূলত সেই সম্পর্কটাই তুলে ধরা হয়েছে। একজন মায়ের প্রতি সন্তানের কী দায়িত্ব, কতটা ভালবাসা রয়েছে সেসব দৃশ্য এখানে দেখানো হবে।
নাটকটিতে ইমন ও শখ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ইমনের মা চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়িকা রীনা খান। মা দিবসের নাটক বানাতে অন্য রকমের আনন্দ লাগে। দর্শক রীনা খানকে নাটকটিতে ভিন্ন রূপে খুঁজে পাবেন।

শখ বলেন, এই নাটকটিতেও অভিনয় করে দারুণ লেগেছে। নাটকে আমার শাশুড়ি থাকেন রীনা খান। এতে বৌ, শাশুড়ি ও ছেলের চমৎকার একটা গল্প আছে।

মাদারস লাভ নাটকটি আসছে ১৪ মে মা দিবসে কোনো চ্যানেলে প্রচার হবে।