Fri. Sep 19th, 2025
Advertisements

44খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭: এটর্নি জেনারেল মাহাবুবে আলম বলেছেন,যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদি যে অপরাধ করেছেন তার সর্বচ্চো শাস্তি হওয়া উচিৎ। মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও মাদ্রাসা পরিদর্শন এবং স্কুলের লাইব্রেরির জন্য মুক্তিযুদ্ধেও ১৫ টি দলিল এবং বঙ্গবুন্ধর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ কালে এ কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২ টা পযর্ন্ত টঙ্গিবাড়ী উপজেলার বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয় গুলোর শিক্ষার্র্থীদের সঙ্গে শিক্ষার উন্নতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি বেশনাল মাদ্রাসা মসজিদে মুসুল্লিদের সাথে মত বিনিময় ও এতিমদের সাথে দুপুরে খাবার গ্রহন করেন। এতে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি এটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কামার খাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, আওয়ামীলীগ নেতা স্বপন মাঝি, আনোয়ার সরদার, লেখক সাইদুল ইসলাম অপু খান, শান্ত খান, আরিফ খান, মোশারফ হোসেন নজরুল ইসলাম, বাবু শিকদার, গোলাম মজিদ শিকদার তনু ও এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।