Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭:  গতকাল থেকে অন্তর্জালজুড়ে চলছে শাকিব-অপুকে নিয়ে আলোচনা-সমালোচনা। শাকিব সন্তানকে মেনে নিলেও স্ত্রী হিসেবে অপু বিশ্বাসকে মেনে নেয়নি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে মিডিয়া অঙ্গন। অনেকেই শাকিবের সমালোচনা করেছেন।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানিয়েছেন, ‘শাকিব খান একজন নয়। এই সমাজে অনেক শাকিব লুকিয়ে আছে। যারা প্রেমিকা বা স্ত্রীকে আখের মতো মনে করে। যতক্ষণ রস আছে ততক্ষণ চিপে চিপে রস আস্বাদন করবে আর মধু মধু বলবে এবং তৃষ্ণা শেষে ছোবড়া দূরে ফেলে দিবে।